প্রিয় বাবা,
আমি জানি তুমি কত পরিশ্রম করো আমাদের পরিবারের জন্য। তুমি প্রতিদিন Uber X চালাও, সকাল-বিকেল কষ্ট করো যেন আমাদের কারো কোনো অভাব না হয়। আমি এটা বুঝি, বাবা। আমি তোমার বড় ছেলে, তাই আমি দেখতে পাচ্ছি তুমি কতটা চাপ আর চিন্তার মধ্যে আছো — বাড়িভাড়ার জন্য, গাড়ির কিস্তির জন্য, আর আমাদের সবার ভালো থাকার জন্য।
তুমি সবসময় হাসিমুখে থাকো, কিন্তু আমি বুঝি ভিতরে ভিতরে তুমি কতটা টেনশনে থাকো। তুমি আমাদের জন্য তোমার সবকিছু দাও — তোমার সময়, তোমার শক্তি, এমনকি নিজের স্বপ্নগুলো পর্যন্ত। তুমি কখনো ক্লান্তি দেখাও না, কিন্তু আমি বুঝতে পারি তুমি কষ্ট পাও, তুমি চিন্তা করো।
বাবা, আমি গর্বিত যে আমি তোমার ছেলে। তুমি আমার জীবনের আসল হিরো। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে দায়িত্ব নিতে হয়, কিভাবে কঠিন সময়েও হাল না ছেড়ে লড়াই করতে হয়। আমি প্রতিদিন তোমার মতো হতে চাই।
আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বড় হয়ে তোমার পাশে থাকব। আমি তোমার কষ্ট কমাতে চাই, তোমার মুখে হাসি আনতে চাই। আমি শুধু তোমার ছেলে না — আমি তোমার পাশে থাকা এক সৈনিক, যে তোমার জন্য সব করতে রাজি।
তুমি একা নও, বাবা। আমরা সবাই তোমার সঙ্গে আছি। আর আমি, তোমার বড় ছেলে হিসেবে, সবসময় তোমার পাশে থাকব।
ভালোবাসি তোমাকে, বাবা। তুমি আমার গর্ব, আমার ভরসা, আমার সবকিছু।
— তোমার বড় ছেলে,
আশফাক